করোনাভাইরাসকে পুঁজি করে অন্যের বসতভিটা দখলের অভিযোগ

দুটি ভেকু দিয়ে বসতভিটার উত্তরপাশের জমির কাটা হয়েছে। ছবি: স্টার

করোনাভাইরাসকে পুঁজি করে ও প্রশাসনের ব্যস্ততাকে কাজে লাগিয়ে মানিকগঞ্জে অন্যের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

গত শনিবার ওই বাড়ির মালিক লুৎফর রহমান জেলা প্রশাসকের কাছে মেসার্স জামাল অ্যান্ড কোং ইটভাটার মালিক মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগে লুৎফর রহমান উল্লেখ করেন, তার পৈত্রিক বাড়ি জেলা শহরের পশ্চিম সেওতা এলাকায়। তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে কালীয়ানি মৌজায় ২৭/৩৫ খতিয়ানে এবং ২৪২ দাগে ২৭ শতাংশ জমিতে তিনি একটি বসতবাড়ি তৈরি করেন। সেখানে একজনকে কেয়ারটেকারকে থাকতে দেওয়া হয়। গত ১০ এপ্রিল রাতের বেলা জামাল উদ্দিন তার ইটভাটার দুটি ভেকু দিয়ে বসতভিটার উত্তরপাশের জমির কেটে নিয়ে গেছে। শুধু তাই নয়, সেখানকার বিভিন্ন ধরণের ফলজ ও বনজ গাছও কেটে নিয়ে গেছে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত জামাল উদ্দিন ওই বসতভিটা তার কাছে বিক্রি করতে বলেছিলেন। বিক্রি করতে রাজি হননি বলেই এভাবে দখলের পথ বেঁছে নিয়েছেন তিনি।

অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, ইটভাটার শ্রমিকরা মাটি কাটতে গিয়ে হয়তো ভুল করে ফেলেছে। এটা তার জানা ছিল না। তিনি ওই জায়গা ভরাট করে দেবেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘সরেজমিনে তদন্ত করে তার অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

3h ago