সাভারে চিকিৎসক করোনায় আক্রান্ত
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিই সাভার উপজেলার প্রথম করোনা রোগী।
বিষয়টি নিশ্চত করে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকসহ ১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। নয় জনের রিপোর্টে করোনা নেগেটিভ আসলেও চিকিৎসকের পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।’
ওই চিকিৎসক গতকালও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবার কক্ষটি বন্ধ ঘোষণা করে অন্য একটি কক্ষে স্থানান্তর করেছি। তার সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স ও স্টাফদের আইসোলেশনে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিশদ কাজ করছি।’
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর আইসোলেশন বাধ্যতামূলক হয়ে পড়েছে।
Comments