করোনায় মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজের নাবিকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ‘থিওডর রুজভেল্ট’-এ করোনাভাইরাসে আক্রান্ত নাবিকদের মধ্যে একজন মারা গেছেন।
গতকাল মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার ওই নাবিককে মার্কিন নৌবাহিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এ পর্যন্ত মোট চারজন নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, থিওডর রুজভেল্ট যুদ্ধজাহাজে অবস্থানকারীদের মধ্যে প্রায় ৯২ শতাংশের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রায় ৬০০ নাবিক করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
যুদ্ধজাহাজটিকে বর্তমানে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে নোঙ্গর করে রাখা হয়েছে। এ ছাড়া জাহাজ থেকে ৪ হাজারেরও বেশি নাবিককে উদ্ধার করে গুয়ামের উপকূলে নেওয়া হয়েছে।
তবে জাহাজটির পারমাণবিক চুল্লি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চালু রাখতে সার্বক্ষণিক প্রায় ১ হাজার নাবিকের প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
Comments