ত্রাণের চালসহ আটক ইউপি চেয়ারম্যানকে আ. লীগ থেকে বহিষ্কার

সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগে আটক পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে (৬০) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ছবি: সংগৃহীত

সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগে আটক পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে (৬০) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপাতি রেজাউর রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশে চলমান করোনা দুর্যোগের সময় সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে কোরবান আলী সরদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রাত ৯টার দিকে বাঁধেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন, ‘কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় তার গুদামে মজুদ করেছেন— এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যান র‌্যাব সদস্যরা। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয় এবং তার গুদাম থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।’

আরও পড়ুন:

পাবনায় ত্রাণের ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

Comments

The Daily Star  | English
metro rail operations restart after suspension

Metro rail to run on Fridays

The metro rail authority also expects that trains will stop at Kazipara station from Friday as it is being prepared to resume operations

37m ago