বাবার পর ৭ বছরের ছেলের করোনা শনাক্ত
লালমনিরহাট সদর উপজেলায় বাবার করোনা শনাক্ত হওয়ার ৭২ ঘণ্টা পর তার সাত বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
সিভিল সার্জন জানান, লালমনিরহাট সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তাদের রাখা হয়েছে।
তিনি বলেন, গত ১১ এপ্রিল উপজেলার গোকুন্ডা ইউনিয়নের এক কাঠমিস্ত্রির করোনা শনাক্ত হয়। শনিবার আক্রান্ত ব্যক্তির শিশুপুত্রসহ ১০ জনের শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।
সেখান থেকে এই শিশুটির রিপোর্ট এসেছে। বাকিদের করোনা পরীক্ষার ফল এখনও আসেনি বলে জানান সিভিল সার্জন।
Comments