কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসকসহ ২ জন করোনায় আক্রান্ত

ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের একজন চিকিৎসকসহ দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালটির এক চিকিৎসক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
kuwait-bangladesh_friendship_govt_hospital
ছবি: প্রবীর দাস

ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের একজন চিকিৎসকসহ দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালটির এক চিকিৎসক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন থেকেই দুজনের কোভিড-১৯ এর উপসর্গ দেখা যাচ্ছিল। সোমবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল টেস্ট রিপোর্টে তাদের করোনাভাইরাস পজিটিজ এসেছে।

করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালটিতে প্রায় ৬০ জন চিকিৎসক এবং ৮৫ জন নার্স চিকিৎসা সেবা দিচ্ছেন।

আক্রান্ত চিকিৎসক হাসপাতালে বিকল্প চিকিৎসায় যুক্ত এবং অন্যজন অফিস সহকারী।

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

18m ago