শহরে অভুক্ত সব কুকুরের দায়িত্ব নিলেন তিনি
কুকুরের প্রতি ভালোবাসা থেকে মৌলভীবাজার শহরের দুই শতাধিক কুকুরের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী।
সাধারণ ছুটিতে শহরের দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় বহু কুকুর গত এক সপ্তাহ ধরে অভুক্ত ছিল। মানবিক কারণে কুকুরগুলোর দায়িত্ব নিয়েছেন সুয়েল আহমেদ। গত এক সপ্তাহ ধরে কুকুরগুলোকে খাওয়াচ্ছেন তিনি। শুধু তাই নয় এই পরিস্থিতিতে তিনি তার ফ্ল্যাট ও দোকানের ভাড়া না আদায়েরও সিদ্ধান্ত নিয়েছেন।
সুয়েল জানান, মানুষের সঙ্গে কুকুর, বিড়ালরাও সংকটে পড়েছে। এই প্রাণীগুলোকেও বাঁচিয়ে রাখা দরকার। তাই আমি এদের খাবারের উদ্যোগ নিয়েছি। কুকুর খাবার না পেলে মানুষের জন্যও হুমকি হতে পারে। ক্ষুধার্ত কুকুর আক্রমণ করতে পারে।
তিনি আরও বলেন, আমি এলাকার ছিন্নমূল ১০০ পরিবারের দায়িত্ব নিয়েছি। প্রতিদিন রান্না করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি।
Comments