কোয়ারেন্টিন থেকে পালিয়ে এখন জেলে

গত সাড়ে তিন মাসে করোনাভাইরাস সংক্রান্ত আইন লঙ্ঘন করার অপরাধে অস্ট্রেলিয়ান পুলিশ কয়েক মিলিয়ন ডলার জরিমানা আদায় করেছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে, গত সপ্তাহে মেলবোর্নে সামাজিক দূরত্ব না মানায় ২৬ জনকে ৪২ হাজার ডলার (২৫ লাখ ২০ হাজার টাকা) জরিমানা করেছিল পুলিশ।
তবে এবারই প্রথম কোনো অস্ট্রেলিয়ানকে কোভিড-১৯ আইন অমান্য করার অপরাধে জেলে যেতে হলো। এসবিএস, চ্যানেল নাইন ও এবিসি নিউজ থেকে জানা যায়, গত ৮ মার্চ জোনাথন ডেভিড নামের এক অস্ট্রেলিয়ান মেলবোর্ন থেকে পার্থে যান বান্ধবীর সঙ্গে দেখা করতে।
অস্ট্রেলিয়ান সরকারের জনস্বাস্থ্য সুরক্ষা আইনের কারণে তাকে পার্থে ট্রাভেলজ নামের এক হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু, ৩৫ বছর বয়সী ডেভিড কড়া নিরাপত্তা ভেদ করে হোটেলের জরুরি অগ্নি-প্রস্থানের দরজা দিয়ে বের হয়ে যান এবং বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়ান শহরময়। তার এই যাতায়াত ধরা পরে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ করোনাভাইরাস সামাজিকভাবে ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠায়।
আদালতে পুলিশ বলে, ‘ডেভিডের এটি একটি স্থূল মূর্খতা।’ জোনাথন ডেভিডের মামলার রায় দিতে গিয়ে বিচারক ইলাইন ক্যাম্পিওন বলেন, ‘এটি মূর্খতা ও বোকামির চেয়েও বেশি।’ অভিযুক্ত চরম স্বার্থপর মানুষ। তিনি নিজের আনন্দের জন্য অন্য মানুষকে বিপদে ফেলেছেন। এতে তার দাম্ভিকতাও প্রকাশ পেয়েছে।’
আদালত ডেভিডকে ২,০০০ ডলার জরিমানা এবং ৬ মাস ২ সপ্তাহের কারাবাসের নির্দেশ দেন। তবে রায়ে বিচারক উল্লেখ করেন, ডেভিডকে ১ মাস জেলের অভ্যন্তরে থাকতে হবে এবং বাকি সময় তিনি সমাজ সেবামূলক কাজ করে কাটাবেন।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments