জুয়া বন্ধে থানায় অভিযোগ, সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
বরগুনা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়।
সাইফুল ইসলাম ওই গ্রামের ফারুক পহলানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছিলেন।
আহতদের মধ্যে ইউসুফ (৪০), আব্দুল বারেক (৫০), আবুল কালাম (৬৫), আলমগীর (৪০), শাহাবির (২৫), গোলাম রসুল (৪৫), রুবেল (২৫), বেলায়েত হোসেন (২১) ও সরোয়ার পহলানের (৪৫) নাম জানা গেছে। এদের মধ্যে সরোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে জুয়া খেলার সময় চার জনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদণ্ড দেন। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন— কারা থানায় অভিযোগ করেছিল। তারা সন্ধ্যায় অভিযোগকারীদের ওপর হামলা চালালে এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের বরগুনা জেনারেল হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
Comments