ডা. মঈন ‘বীর যোদ্ধা’, মাশরাফির ‘স্যালুট’

চিরবিদায়ের আগে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দেওয়া এই চিকিৎসক বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোখে ‘বীর যোদ্ধা’।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে বুধবার মৃত্যুবরণ করেন সিলেটের ডা. মঈন উদ্দিন। তার মৃত্যু নাড়িয়ে দিয়েছে মহামারির বিরুদ্ধে লড়া গোটা দেশকেই। চিরবিদায়ের আগে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দেওয়া এই চিকিৎসক বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোখে ‘বীর যোদ্ধা’

বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় ডা. মঈনের ছবি দিয়ে পোস্ট করেন নড়াইলের সরকারদলীয় সংসদ সদস্য মাশরাফি। মাশরাফি জানান, করোনা-যুদ্ধের ফ্রন্ট লাইনের এই যোদ্ধার মৃত্যু তার হৃদয় বিদীর্ণ করেছে,‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা. মো. মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।’

‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন।’

মানবতার ডাকে দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ উজাড় করে দেওয়া এই চিকিৎসকের প্রতি স্যালুট জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক, ‘মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মতো নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।’

‘আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- “স্যালুট”।’

সিলেটে আক্রান্ত হওয়ার পর চিকিৎসক মঈনকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। বয়স পঞ্চাশ পেরুনোর আগেই বুধবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঈন।

দেশে করোনাভাইরাসে বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩১ জন। এর মধ্যে মারা গেছেন ৫০ জন। আক্রান্তদের মধ্যে আছেন অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী, যারা মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago