দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু-আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরও ১০ জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
সর্বশেষ আজ দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৬০। এ ছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments