পাকিস্তান সিরিজ বাতিলে সরাসরি বিশ্বকাপে ভারতের নারীরা

সিরিজ বাতিল হয়েছিল গেল বছর। দুই দেশের মধ্যকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে। এবার তাদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো মাঠে না গড়ানো ওই ওয়ানডে সিরিজের পয়েন্ট। তাতে পাকিস্তানকে অপেক্ষায় রেখে আগামী ২০২১ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ভারত।
বুধবার আইসিসির টেকনিক্যাল কমিটি তিন পয়েন্ট করে প্রদান করে ভারত ও পাকিস্তানকে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি গেল বছর জুলাই থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মোট তিনটি সিরিজের পয়েন্ট ভাগ করে দেওয়ার কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কারণ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভেস্তে গেছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজও।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে বসবে নারী বিশ্বকাপের দ্বাদশ আসর। স্বাগতিকদের সঙ্গে সরাসরি মূল পর্বের অংশগ্রহণের টিকেট পেয়েছে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল। তারা হলো- অস্ট্রেলিয়া (৩৭), বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড (২৯), দক্ষিণ আফ্রিকা (২৫) ও ভারত (২৩)।
নারী চ্যাম্পিয়নশিপের ২০১৭-২০২০ সংস্করণে অংশ নিয়েছে আটটি দল। নিয়মানুসারে, একে অপরের সঙ্গে একবার করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তারা। ওই তিনটি সিরিজ বাদে বাকি সবগুলোই গড়িয়েছে মাঠে।
প্রতিযোগিতার পয়েন্ট তালিকার শেষ চারটি স্থানে রয়েছে পাকিস্তান (১৯), নিউজিল্যান্ড (১৭), ওয়েস্ট ইন্ডিজ (১৩) ও শ্রীলঙ্কা (৫)। আয়োজক নিউজিল্যান্ড ছাড়া বাকিদের খেলতে হবে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া ১০ দলের বাছাইপর্বে। সেখানে অংশ নেবে বাংলাদেশের নারীরাও।
বাছাইপর্ব শেষে বিশ্বকাপে জায়গা করে নেবে তিনটি দল। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে নির্ধারিত সূচিতে তা অনুষ্ঠিত হওয়া নিয়ে জোরালো শঙ্কা রয়েছে।
Comments