পটুয়াখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে আহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন আকনকে (৩৮) কুপিয়ে আহত করেছেন গ্রামে এক বাসিন্দা। আজ বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।
গতকাল রাত ১১টার দিকে ইটবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদারের দুই ছেলে উজ্জ্বল ও শামীম তাকে ধারালো শস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইউপি সদস্যের ওপর হামলায় চালানোয় গ্রামবাসীও উজ্জ্বলকে পিটিয়ে আহত করে।
রিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে শাহজাহান হাওলাদারের বাড়িতে পাবনা থেকে আত্মীয় বেড়াতে আসে। করোনা সংক্রমণ রোধে তাদের ঘরে থাকতে বলায় উজ্জ্বল ও শামীম দা হাতে আমার ওপর চড়াও হয়।’
এ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘ইউপি সদস্য প্রথমে চৌকিদার পাঠিয়ে আমার শালী ও ভায়রাকে ঘরে থাকার কথা বলেন। আমরা মেনে নিয়েছিলাম। এরপর তিনি নিজেই আমার বাড়িতে আসেন এবং আত্মীয়দের মারধর করার উদ্দেশ্যে চড়াও হন।’
রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ওই ঘটনায় কোনো মামলা হয়নি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জে এইচ খান লেলিন বলেন, ‘ইউপি সদস্যের ডান পাঁজরের কোপটি গভীর ক্ষতের সৃষ্টি করেছে। পিঠেও কয়েকটি জখম আছে।’
Comments