নারায়ণগঞ্জ ফেরত ৮৩ জনকে হাসপাতালে পাঠাল পুলিশ
নারায়ণগঞ্জ থেকে ট্রাকে পালিয়ে আসা হবিগঞ্জের ৮৩ জনকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল বুধবার রাতে নবীগঞ্জের সাদকপুর এলাকা ও হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জের শরীফাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
নবীগঞ্জ থানার এসআই ধ্রুবেশ দাস জানান, ‘গত রাতে কামড়াপুর এলাকায় ডিউটির সময় কাগজে ঢেকে ট্রাকাটি ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রাকটি কোন জায়গা থেকে এসেছে জানতে চাইলে উল্টো পথ দিয়ে চলে যায়। পরে খাগাউড়া ফাঁড়ি পুলিশের সহায়তায় ট্রাকটি আটক কর হয় এবং ৬৫ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। তারা সবাই নারায়ণগঞ্জ ফেরত। তাদের বাড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়।’
একই সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের শরীফাবাদ এলাকা থেকে সদর মডেল থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ আরেকটি ট্রাক আটক করে। এতে তল্লাশি চালিয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ আরও ১৮ জনকে আটক করা হয়। পরে জেলা সদর হাসপাতাল চিকিৎসক প্রত্যেককে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টেইনে ভর্তি করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের (আরএমও) ডা. শামীমা আক্তার জানান, নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা ৮৩ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আইসলোশেন ওয়ার্ডে ও ৭৯ জনকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম জানান, বর্তমানে তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আছেন। তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments