নোয়াখালীতে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন
নোয়াখালীর সেনবাগের কেশারপাড়ে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত বমিতে মারা যাওয়া নির্মাণ শ্রমিক করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান।
তিনি বলেন, ‘গত ১২ এপ্রিল রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান ওই শ্রমিক। পরদিন তার ও তার স্ত্রী ও মায়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। তার স্ত্রী ও মায়ের করোনা নেগেটিভ আসলেও তিনি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বর্তমানে ওই বাড়িটি লকডাউন ও পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সদস্যদের আইসোলেসনেও রাখা হতে পারে।’
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার বলেন, ‘এ বিষয়ে করণীয় ঠিক করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সেনবাগ থানার ওসিকে নিয়ে একটি বৈঠক করা হবে।’
Comments