ফেসবুকে করোনা নিয়ে গুজবের ৪ কোটি পোস্ট

মার্চ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে চার কোটি গুজবের পোস্ট ছড়িয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ভুল তথ্যের ওই পোস্টগুলো ‘সর্তকতা’ লেবেল দিয়ে মিথ্যা সংবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Facebook-1.jpg

মার্চ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে চার কোটি গুজবের পোস্ট ছড়িয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ভুল তথ্যের ওই পোস্টগুলো ‘সর্তকতা’ লেবেল দিয়ে মিথ্যা সংবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার, ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গ্যায় রোজেনের বরাতে সিএনএন জানায়, ক্ষতিকর তথ্যের জন্য কয়েক কোটি পোস্ট ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

গ্যায় রোজেন জানান, ‘ব্লিচ পানে করোনা দূর হবে’ কিংবা ‘সামাজিক দূরত্ব মানার প্রয়োজন নেই’ এমন সব মিথ্যা তথ্যের মারাত্মক পরিণতি বিবেচনা করে সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এর বাইরে চার কোটি পোস্টে ‘সর্তকতা’ লেবেল দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফেসবুক বিশ্বের প্রায় ৬০টি তথ্য অনুসন্ধান সংস্থার সঙ্গে কাজ করছে।

রোজেন বলেন, ‘বিশ্বের প্রায় ৫০ ভাষার ফেইসবুক পোস্ট যাচাই-বাছাই করা হচ্ছে।’

Comments