পাবনা ও বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন
পাবনা ও বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ও বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী এই দুই জেলার প্রথম করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা
পাবনার সিভিল সার্জনের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার এর সংবাদদাতা জানান, চাটমোহর উপজেলার বামনগ্রামের ওই করোনা রোগী এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে নিজ এলাকায় এসেছেন।
সিভিল সার্জন জানান, ওই ব্যক্তি অসুস্থ হলে, তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টে তার করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশের টিম গিয়ে গ্রাম লকডাউন ঘোষণা করেছে বলে জানান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রথম করোনা শনাক্ত ব্যক্তির বয়স ২৯। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কনস্টেবল হিসাবে কর্তব্যরত ছিলেন বলে জানান বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী।
তিনি জানান, আক্রান্ত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গত ১০ এপ্রিল তার গ্রামের বাড়িতে আসেন। ১৩ তারিখ তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে।
এ ঘটনার পর, আদমদীঘি উপজেলাকে আজ রাত ১২টা থেকে লকডাউনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
Comments