তথ্য গোপন করে শেবাচিমে ভর্তি, এক ইউনিট লকডাউন
জ্বর, কাশি ও শ্বাসকষ্টের তথ্য গোপন রেখে এক রোগীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে সেই ব্যক্তি করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ (পুরুষ) লকডাউন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিটটি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক-নার্সকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, গত ১৩ এপ্রিল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার উদয়রপুর এলাকা থেকে এক রোগীকে (৭০) তার স্বজনরা অজ্ঞান অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করে রেখে যায়। ওই রোগীর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকলেও সেই তথ্য গোপন রাখে তার স্বজনরা। ১৫ এপ্রিল ওই রোগীর এক্স-রে রিপোর্ট আসলে সেই রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং তাৎক্ষণিক তাকে করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। সর্বশেষ গতকাল সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পরপরই হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ (পুরুষ) লকডাউনের সিদ্ধান্ত নিয়ে বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়।
উল্লেখ্য, বরিশাল জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ালো। এর মধ্যে শুধু বাবুগঞ্জ উপজেলাতেই রয়েছেন আট জন।
Comments