রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে রাঙ্গামাটির এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইফতেখার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই যুবক। গত ১৫ এপ্রিল তিনি বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’
Comments