রংপুরে শিক্ষার্থীকে হত্যা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় শ্যামল চন্দ্র মহন্ত নয়ন (১৬) নামে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ওই শিক্ষার্থীর বাড়ির পাশের বদরগঞ্জ পৌর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শ্যামল চন্দ্র এ বছর ওই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে নিজ বাড়িতে ছিল নয়ন। সে সময় প্রতিবেশী জুলফিকার নামে এক যুবক বাড়ির বাইরে থেকে তাকে ডেকে নিয়ে যায়। রাতে আর সে বাড়িতে ফেরেনি। নয়নের পরিবার রাতে এলাকায় তার খোঁজ করেও পায়নি। আজ সকালে ওই স্কুলের বারান্দায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে জানায়।
নিহত নয়নের মা প্রমিলা রানী মহন্ত বলেন, ‘বাহে মোর সহজ-সরল ছইলোটাক (সন্তান) কায় মারি ফেলাইছে। রাইতোত (রাত) ওর এক বন্ধু ডাকে নিয়া গেইছে। যাওয়ার সময় মুই কইছু, বাবা এতো রাইতোত কোটে (কোথায়) যাওছিস। ছইল মোর কয়া (বলে) গেল, মা জুলফিকার কেনবা ডাকাওছে (ডাকছে)। মুই একটু পরে আইসোচু (আসছি)। সারা রাইত গেল আর বাড়ি আইসে নাই। সকালে স্কুলের বারান্দাত লাশ পড়ি আছে।’
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
Comments