করোনা সন্দেহে খাগড়াছড়িতে ৫ জন আইসোলেশনে
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে খাগড়াছড়িতে পাঁচ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার খাগড়াছড়ির সহকারী সিভিল সার্জন মিথন চাকমা এ তথ্য জানান।
গতকাল জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও সর্দি নিয়ে তিন জন খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং বুধবার দুইজন মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তাদেরকে করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।
মিথন চাকমা বলেন, ‘আইসোলেশনে থাকা ব্যক্তিদের মধ্যে গতকাল ২ জনের এবং আজ শুক্রবার তিন জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়েছে।’
বর্তমানে এ জেলার ৯ টি উপজেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১৭৩ জন ও প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে আছেন ৩৩৬ জন বলে জানান সহকারী সিভিল সার্জন।
খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় এ পর্যন্ত ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২২ জনের নমুনার ফলাফল নেভেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট শিগগির হাতে আসবে।
এ ছাড়া, আইসোলেশনে থাকা এক ব্যক্তি মারা গেছেন এবং ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Comments