বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে নিহত ১
বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে মং সাই হ্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি আরাকান লিবারেশন পার্টির সদস্য ছিলেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার কেনাইজু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মংয়ের বাড়ি থানচিতে।
বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত মং আরাকান লিবারেশন পার্টির (মগ পার্টি) সদস্য ছিলেন বলে জানা গেছে। আমরা মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছি।’
স্থানীয়দের বরাত দিয়ে রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চৌ হাই মং মারমা বলেন, ‘আজ সকাল ৮টার দিকে উর্দি পরা চার সন্ত্রাসী কেনাইজু পাড়ায় আসে। তারা মংকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
Comments