প্রোটিয়াদের টেস্ট অধিনায়কত্বের বিবেচনায় নেই ডি কক

ফাফ দু প্লেসি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর জায়গাটা ফাঁকা। ধারণা করা হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টেন ডি ককই হয়ত পেতে যাচ্ছেন তিন ফরম্যাটেরই ভার। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক গ্রায়েম স্মিথ উড়িয়ে দিলেন তেমন সম্ভাবনা।
quinton de kock
ফাইল ছবি: এএফপি

ফাফ দু প্লেসি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর জায়গাটা ফাঁকা। ধারণা করা হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টেন ডি ককই হয়ত পেতে যাচ্ছেন তিন ফরম্যাটেরই ভার। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক গ্রায়েম স্মিথ উড়িয়ে দিলেন তেমন সম্ভাবনা।

শুক্রবার ভারপ্রাপ্ত থেকে ক্রিকেট পরিচালকের পদে স্থায়ী নিয়োগ পান স্মিথ। এরপরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের আগামীর কিছু ভাবনার কথা গণমাধ্যমে জানান তিনি।

স্মিথ নিজে ছিলেন দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক। তিন সংস্করণেই প্রোটিয়াদের কাপ্তানি করে এনে দিয়েছেন বিস্তর সাফল্য। তারচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্ব করেননি ইতিহাসের আর কোন অধিনায়কই। সর্বোচ্চ ১০৯ টেস্টে নেতৃত্ব দিয়ে রেকর্ড ৫৩ টেস্টে দলকে জিতিয়েছেন স্মিথ।

খেলোয়াড়ি জীবনে নিজে তিন ফরম্যাটে অধিনায়কত্ব করলেও প্রশাসক হয়ে ভিন্ন পথে হাঁটছেন তিনি, ‘একটা বিষয় আপনাদের নিশ্চিত করে দিতে পারি, কুইন্টেন কেবল সাদা-বলের সংস্করণেই অধিনায়ক থাকছে। তাকে টেস্ট অধিনায়ক করা হবে না। আমরা চাইছি, ও যেন নির্ভার থেকে ভালো খেলে যায়। অধিনায়কত্ব নিয়ে একেক দেশের একেক চিন্তা। তবে আমি মনে করছি তিন সংস্করণে একজন অধিনায়ক রাখলে ফল ভাল আসে না।’

Comments