করোনার উৎস কোথায়: উহানের ল্যাব পরিদর্শন করতে চায় যুক্তরাষ্ট্র

Wuhan Virology Lab-1.jpg
উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি ল্যাবে কাজ করছেন গবেষকরা। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের উৎস ও মোকাবিলা নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের। এ জটিলতা অবসানে যুক্তরাষ্ট্রকে উহানের ল্যাব পরিদর্শনের অনুমতি দিতে গতকাল চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, ‘আমরা এখনো চীনের কমিউনিস্ট পার্টির কাছে আহ্বান জানাচ্ছি, ওই ভাইরোলজি ল্যাবে আমাদের বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দিতে, তাহলে আমরা জানতে পারব ভাইরাসটির উৎপত্তি কোথায়।’

ফক্স নিউজের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট আজ শনিবার এ কথা জানিয়েছে।

পম্পেওর এমন মন্তব্য ‘করোনাভাইরাস উহানের বন্যপ্রাণীর বাজার থেকে নয়, শহরটির ল্যাব থেকে ছড়িয়েছে’ এ সন্দেহকে আরও উস্কে দিয়েছে।

চীন গণনায় ভুল স্বীকার করে উহানে মৃতের সংখ্যা আরও ৫০ শতাংশ বাড়ানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে সন্দেহ পোষণ করেন।

তিনি বলেন, ‘অদৃশ্য শত্রু থেকে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে চীন, এটি এর চেয়েও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের চেয়ে তো বেশিই, এমনকি কাছাকাছিও নয়।’

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ৭৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৭৯ জনের। চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৮৪ জন এবং মৃতের সংখ্যা বাড়ানোর পর হয়েছে ৪ হাজার ৬৩৬ জন।

ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এগিয়ে নয়। সবচেয়ে বেশি হওয়ার কথা চীনে। দেশটি বৃহৎ এবং খুব বড় সমস্যার মধ্য দিয়ে গেছে।’ 

অপরদিকে, ল্যাবের সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই বলে গত বৃহস্পতিবার আবারো জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান।

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

3h ago