সিলেটে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ জনের মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৯ টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, ওই ব্যক্তি গত শুক্রবার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
তিনি বলেন, ‘তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে স্যাম্পল ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাত অথবা আগামীকাল পাওয়া যাবে। মরদেহ এখনও হাসপাতালে আছে।’
Comments