ভারতীয় নৌবাহিনীর ২১ সদস্য করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় নৌবাহিনীর ২১ জন সদস্য। তাদেরকে মুম্বাইয়ের নৌ-হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, ওই সেনা সদস্যরা ইতোমধ্যে যাদের সংস্পর্শে এসেছেন তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
আক্রান্ত সেনাদের কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধজাহাজ ও সাবমেরিনে কর্মরত কোনো সেনা সদস্যের শরীরে সংক্রমণ ছড়ায়নি বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।
আক্রান্ত সেনা সদস্যরা আইএনএস আংগ্রি ঘাঁটিতে থাকতেন। গত ৭ এপ্রিল সেখানে এক সেনার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে পরীক্ষায় বাকিরা শনাক্ত হন।
আজ শনিবার এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানায়, আক্রান্ত সেনা সদস্যদের পুরো ব্লকটিকে কোয়ারেন্টিন করা হয়েছে।
এ ছাড়াও, ইতোমধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ জনে ও মারা গেছেন ৪৮০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।
Comments