নিজের বাড়িতে প্রত্যাখ্যাত হয়ে ঠাঁই হলো আইসোলেশন ওয়ার্ডে
জ্বর, সর্দি ও কাশি নিয়ে ঢাকার কর্মস্থল ছেড়ে চাঁদপুরের মতলবে আজ নিজের বাড়িতে এসেছিলেন বছর ষাটের এক প্রৌঢ়। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তকে বাড়িতে ঢুকতে দেয়নি আপনজন। আকুতি-মিনতি করেও বাড়িতে উঠতে না পেরে চলে যান মেয়ের শ্বশুর বাড়ি। সেখানেও প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে আইসোলেশন সেন্টারে।
মেয়ের শ্বশুর বাড়িতে প্রত্যাখ্যাত হওয়ার পর ওই গ্রামের লোকজন তাকে পাশের একটি মাঠে ফেলে যান। খবর পেয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি তাৎক্ষণিক সিভিল সার্জনকে জানান। পরে সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।
হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, তার জ্বর-কাশি তেমন গুরুতর নয়, করোনায় আক্রান্তের উপসর্গও তেমন নেই। তারপরও ঢাকা থেকে আসায় আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখেছি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
Comments