বিনা খরচে আইনি সহায়তায় ২৪ ঘণ্টা চালু থাকবে হেল্পলাইন
সরকারি আইনগত সহায়তার টোল ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর ১৬৪৩০ এখন থেকে ২৪ ঘণ্টা চালু থাকবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক মাসুদা ইয়াসমিন আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, এখন যে কেউ যে কোনো সময় হেল্পলাইন নম্বরে ফোন করে বিনা খরচে আইনি সহায়তা পেতে পারেন। প্রতিদিন এই নম্বরে দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় ব্যক্তিরা যোগাযোগ করে। ফোনেই তাদেরকে পরামর্শ দেওয়া হয় কিংবা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তাদেরকে আইনি সহায়তার ব্যবস্থা করে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৬৪৩০ নম্বর নিয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে ২০১৬ সালের ২৮ এপ্রিল সরকারি আইন সহায়তায় জাতীয় হেল্পলাইনটি চালু হয়।
Comments