বেনাপোল দিয়ে আজ ফিরলেন ৬৬ বাংলাদেশি
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া আরও ৬৬ বাংলাদেশি আজ শনিবার দেশে ফিরেছেন। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বেনাপোল দিয়ে ফেরা ৬৬ জনকে যশোরের ঝিকরগাছা থানার গাজির দরগাহ মাদ্রাসায় কোয়ারেন্টিনে নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ‘ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যান।’
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত বাংলাদেশিদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এরপর যদি কারো শরীরে করোনা ধরা না পড়ে তাহলে সরাসারি বাড়ি চলে যাবেন।
Comments