খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক করোনা আক্রান্ত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।  

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ওই চিকিৎসকের জ্বর, গলা ব্যথাসহ করোনা উপসর্গ থাকায় শনিবার মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই তার করোনা শনাক্ত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ওই চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। আগামীকাল চিকিৎসকের আবাসিক ভবনের আরও ১২ চিকিৎসকের নমুনা পরীক্ষার কথা রয়েছে।  

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

খুলনা মেডিকেল কলেজ ল্যাবে এ পর্যন্ত ৬২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

Comments