সাভারে আরও ২ করোনা রোগী শনাক্ত
সাভারে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে।
আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাভারে এক নারীসহ নতুন আরও দুই জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি আইইডিসিআরের মাধ্যমে জানা গেছে। এ নিয়ে সাভারে চিকিৎসকসহ ছয় জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এবং অপরজন ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।’
শনাক্ত হওয়া রোগীরা যে এলাকার বাসিন্দা, সেই এলাকাগুলো লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
Comments