টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তিনি মাদক চোরাকারবারি ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আজ রোববার ভোররাত ২টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম জাফর আলম (৩০)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জবর মুল্লুকের ছেলে।
বিজিবির দাবি, নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি ছিলেন। এ ছাড়া, ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।
টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকা শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকায় ভিড়তে চেষ্টা করে। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক চোরাকারবারি সন্দেহে তল্লাশির জন্য নৌকাটি থামার সংকেত দেয়। সে সময় নৌকা থেকে অতর্কিতে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে।’
Comments