জেদ্দায় শ্রম কাউন্সেলর করোনাক্রান্ত
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম করোনাক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ আমিনুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত সবাইকে পেশাগত দায়িত্ব পালনকালে করোনার সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের ক্যাডার। তিনি মদিনায় প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশির করোনা পরীক্ষার জন্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন।
এর আগে গতকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন শ্রম কাউন্সেলর আমিনুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন।
Comments