বেতনের ট্রেনে যাত্রী পরিবহন, ব্যবস্থা নেওয়ার সুপারিশ
রেলওয়ের কর্মীদের বেতন ও অন্যান্য আনুষঙ্গিক খরচের টাকা নিয়ে ঢাকা থেকে সিলেট যাওয়া বিশেষ ট্রেনে লকডাউনের নির্দেশনা ভেঙে বেশ কিছু যাত্রী নেওয়ার অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বিষয়টি জানার পর রেলস্টেশনে অনুসন্ধানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রেনটিতে ৫৪ জন ব্যক্তির সিলেটে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে জেলা প্রশাসন। এদের মধ্যে ২৩ জন রেলের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রশাসনকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন সিলেট রেলস্টেশনে পৌঁছানোর পর তা থেকে বেশ কিছু সংখ্যক যাত্রী নামেন। সে সময় স্টেশনে থাকা সিলেটের স্থানীয় এক গণমাধ্যমকর্মী ফেসবুক লাইভে ট্রেনের আসা ও যাত্রীদের নামার চিত্র ধারণ করেন।
দৈনিক শ্যামল সিলেটের চিত্রসাংবাদিক আবু বক্কর জানান, সিলেটে একটি ট্রেন আসছে জেনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেসবুক লাইভে চিত্রটি ধারণ করেন। সেখানে দেখা যায়, বেশ কিছু মানুষ ট্রেন থেকে নেমে দ্রুত মূল ফটক দিয়ে বের হয়ে যান। জিজ্ঞেস করা হলে তাদের কয়েকজন ঢাকা থেকে এসেছেন বলে জানান।
এ ব্যাপারে সন্ধ্যায় সিলেট রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেতনের টাকা নিয়ে একটি ট্রেন ঢাকা থেকে সিলেট রেলস্টেশনে এসে পৌঁছায়। তবে, তাতে কোনো যাত্রী ছিলেন না। যারা নেমেছেন তারা সবাই রেল সংশ্লিষ্ট।’
সিলেট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনও তখন জানান, যারা এসেছেন তারা সবাই রেলওয়ের নিজস্ব কর্মী। ট্রেনটিতে কোনো অবৈধ যাত্রী পরিবহন করা হয়নি।
বিষয়টি জানার পর সিলেট রেলস্টেশনে অনুসন্ধানে গিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া। ঘটনাস্থল থেকে তিনি জানান, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে রেল সংশ্লিষ্ট মোট ২৩ জন আসার কথা। কিন্তু, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৫৪ জন এসেছেন। অবৈধভাবে আসা যাত্রীর সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখছি।
এ বিষয়ে আজ সকালে জেলা প্রশাসন থেকে মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এরশাদ মিয়া। তিনি জানান, ওই পত্রে রেল সংশ্লিষ্ট ২৪ জন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে সিলেট রেলস্টেশনের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান ও স্টেশন মাস্টার আফসর উদ্দিন রয়েছেন।
সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. আনিসু রহমান বলেন, ‘ট্রেনটিতে যারা যাত্রী হিসেবে এসেছেন, তাদের খোঁজার চেষ্টা চলছে। পেলে তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।’
ট্রেনটি আজ সকাল ৮টার দিকে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে বলে জানান স্টেশন মাস্টার আফসর উদ্দিন। তিনি বলেন, ‘ট্রেনে করে ঢাকা থেকে সিলেটে আসা রেলের ২৩ কর্মকর্তা ফিরে গিয়েছেন।’
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ১১ এপ্রিল বিকাল থেকে সিলেট জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেই নির্দেশনা অনুযায়ী, জেলায় প্রবেশ নিষিদ্ধ। এ ছাড়া, সারাদেশেই রেল চলাচল বন্ধ রয়েছে।
Comments