নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে লকডাউনের মধ্যেই নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্যারাডাইজ কেবলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। রোববার বিকেলে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক।
শ্রমিকদের বরাত দিয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, প্যারাডাইজ কেবলস কারখানায় ৩৫০ শ্রমিক কাজ করেন। প্রায় ১ বছর ধরে কারখানার শ্রমিকদের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। জানতে চাইলেই বলা হচ্ছে, উৎপাদন নেই তাই বেতন দিতে পারবে না।
তিনি বলেন, গত ২৬ মার্চ সরকারের সাধারণ ছুটি ঘোষণার সময় শ্রমিকদের কোন কিছু না জানিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শ্রমিকেরা ১২ মাসের বেতন পাওনা রয়েছেন। ওই বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা দুপুরে কারখানার সামনে বিক্ষোভ করে। পরে চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
তিনি বলেন, ‘শ্রমিকেরা খুব কষ্টে দিন পার করছেন। শ্রম অধিদপ্তর, ডিসি, এসপিসহ ব্যবসায়ী সংগঠনগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
এ বিষয়ে কেবলস কারখানার চেয়ারম্যান মোশারফ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
Comments