করোনাভাইরাস

বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৬৫ হাজার, যুক্তরাষ্ট্রে ৪০ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৪ লাখেরও বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ছয় লাখের বেশি মানুষ।
US corona
নিউইয়র্কে করোনা সংক্রমণের কারণে এক রোগীকে নার্সিং হোম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৪ লাখেরও বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ছয় লাখের বেশি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ০৪ হাজার ৭১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৬৯৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৪০ হাজার ৬৭৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন এবং মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩ হাজার ৬৬০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৫৫ জন।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯৮ জন, মারা গেছেন ১৯ হাজার ৭৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৮৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৭৪২ জন, মারা গেছেন ৪ হাজার ৬৪২ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার মানুষ। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭৩ জন, মারা গেছেন ১৬ হাজার ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৩৭ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮১৭ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭০৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৪৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৯১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৫ জন।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago