‘লিগ শেষ করা না গেলে বার্সাকে শিরোপা দেওয়া উচিত’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্প্যানিশ লা লিগা স্থগিত হওয়ার আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ মনে করেন, এবারের মৌসুম শেষ করা সম্ভব না হলে তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত।
messi suarez rakitic
ছবি: এএফপি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্প্যানিশ লা লিগা স্থগিত হওয়ার আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ মনে করেন, এবারের মৌসুম শেষ করা সম্ভব না হলে তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত।

গেল মাসে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রথম দফায় দুই সপ্তাহের জন্য লা লিগা স্থগিত করা হয়। কিন্তু স্পেনের সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় পরের ধাপে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় জনপ্রিয় প্রতিযোগিতাটি।

১১ ম্যাচ বাকি থাকতে লিগ বন্ধ হওয়ার আগে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সবার উপরে আছে বার্সা। ২৭ ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের অর্জন ৫৮ পয়েন্ট। তাদের ঠিক পরের অবস্থানেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী ও স্পেনের ইতিহাসের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৫৬ পয়েন্ট।

স্প্যানিশ গণমাধ্যম মোভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ান তারকা রাকিতিচ জানিয়েছেন, আবার মাঠে নেমেই শিরোপা জয় করতে চান তারা। তবে কোভিড-১৯ রোগের কারণে মৌসুম শেষ করা না গেলে, শিরোপা তাদেরকেই বুঝিয়ে দেওয়া উচিত।

‘আমরা সবাই আবার খেলতে নামার জন্য মুখিয়ে আছি। আর খেলেই লিগ জিততে চাই আমরা।’

‘তবে আমি এটাও বুঝতে পারছি যে, আমরা যদি আর (মাঠে) ফিরতে না পারি, তাহলে মৌসুম এখানেই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেহেতু পয়েন্ট তালিকার শীর্ষে আছি, আমাদেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত।’

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, আগামী অগাস্টের মধ্যে স্থগিত হয়ে যাওয়া সকল লিগ শেষ করতে চায় উয়েফা। এরপর অক্টোবর থেকে নতুন মৌসুম শুরু করতে চায় সংস্থাটি। এই উদ্যোগ বাস্তবায়ন করতে সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা অনুভব করছেন রাকিতিচ।

‘আদর্শ ব্যাপারটি হবে যখন সম্ভব হোক এটা (লিগ) শেষ করা। আর তা একটি ভালো পরিকল্পনার মাধ্যমে। তবে আগামী মৌসুম শুরুর বিষয়টিও মাথায় রাখতে হবে।’

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Six die of dengue in a day

At least six dengue patients have died in the past 24 hours till this morning, marking the highest number of single-day dengue deaths recorded this year

44m ago