সংক্রমণ ঠেকাতে গ্রামের প্রবেশপথ বন্ধ করে দিলো বেনাপোলের কাগজপুকুরবাসী
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যশোরের বেনাপোল পৌর এলাকার দক্ষিণ কাগজপুকুরের বাসিন্দারা গ্রামের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে বাঁশ দিয়ে আটকে গ্রামের দুটি প্রবেশ পথই বন্ধ করে দেওয়া হয়।
গ্রামের প্রবেশমুখে নোটিশ ঝোলানো হয়েছে— প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।
গ্রামবাসী বলে, সরকার সবাইকে ঘরে থাকতে বললেও পাশের গ্রাম থেকে লোকজন আড্ডা দিতে আসছে। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামের সবাই যেন ঘরে থাকে সেটি নিশ্চিত করতে যুবকরা বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
বেনাপোল পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘দক্ষিণ কাগজপুকুর গ্রামের মানুষ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বেনাপোলের অন্যান্য গ্রামের বাসিন্দাদেরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত।’
Comments