‘বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা আমাদের লক্ষ্য’

বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা তার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল ফটো

বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা তার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০টায় করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে ঢাকা-ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যে প্রণোদনাটা দিয়েছি, এটা শুধু এই বছরের জন্য না। আগামী তিন বছর আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, সেটা মাথায় রেখে এটা আমরা অব্যাহত রাখবো। যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায়।’

‘বিশ্বব্যাপী আজকে মহামারি আকারে দেখা দিয়েছে করোনাভাইরাস। যার ফলে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখান থেকে আমাদের দেশকে বাঁচানো এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে অনুরোধ করবো, আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ধান সংগ্রহ করার ঘোষণা দিয়ে দিয়েছি। সাধারণত বোরোতে (মৌসুমে) আগে যা আমরা নিতাম, তার থেকে অনেক বেশি আমরা এখন নিচ্ছি।’

‘এখন আমরা প্রায় আট লাখ মেট্রিক টন ধান, ১০ লাখ মেট্রিক টন চাল, দুই লাখ ২০ হাজার মেট্রিক টন আতপ এবং ৮০ হাজার মেট্রিক টন গমসহ মোট ২১ লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করবো। এটা আমরা ক্রয় করবো। সরকার ক্রয় করে আমরা রাখবো। তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না। আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারবো’, বলেন তিনি।

‘আমাদের কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটা তহবিল আমরা গঠন করে দিয়েছি’ উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ‘সেখানে আমাদের ক্ষুদ্র, মাঝারি বা মধ্যম যত ধরনের কৃষি, মৎস্য, ডেইরি, পোলট্রিসহ বিভিন্ন খাতে, মসলা চাষ থেকে শুরু করে সবকিছুতে চার শতাংশ সুদ হারে ঋণ নিতে পারবে। আর আমাদের বর্গাচাষি যারা, তাদের আমরা বিনা জামানতেও কৃষি ঋণ দিয়ে থাকি। সেগুলো অব্যাহত থাকবে। এখানে আমরা প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকার ভর্তুকিও দিচ্ছি।’

আরও পড়ুন:

দুর্যোগ মোকাবিলার যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি: প্রধানমন্ত্রী

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

6h ago