চাঁদপুরে কিশোরীসহ দুজন করোনা আক্রান্ত
চাঁদপুরে নতুন করে এক কিশোরীসহ দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দ্য ডেইলি স্টারকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে শ্বশুর বাড়িতে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে তার বৃদ্ধ শ্বশুরও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ও পরিবারের সদস্যরা নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। যে কোনো সময় তাকে আইসোলেশনে নেওয়া হবে।’
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ‘কদিন আগে ঢাকা থেকে ফেরত আসা নীল কমল ইউনিয়নের এক কিশোরী জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার নমুনা পরীক্ষা করা হয়। তার’
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘গতকাল ঢাকার শিশু হাসপাতাল থেকে পাঠানো ২৫ টি রিপোর্টে এই দুজনের করোনা পজিটিভ আসে। বাকি ২৩ টি রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে চাঁদপুরে মোট আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়ালো। এখানে হোম কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২৬৩ জন। আর আইসোলেশনে আছেন ৪ জন।
মৃত সিএনজি চালক করোনা আক্রান্ত ছিলেন না
এদিকে, চাঁদপুর সদরের কমলাপুর গ্রামের এক সিএনজিচালকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ, তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
Comments