সোনালী ব্যাংকের করপোরেট শাখা লকডাউন
রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের করপোরেট শাখা আজ সোমবার লকডাউন করা হয়েছে। শিল্পভবনে অবস্থিত ব্যাংকের ওই শাখার এক কর্মকর্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ওই কর্মকর্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। যার পরিপ্রেক্ষিতে করপোরেট শাখার সব কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই শাখার কার্যক্রম দিলকুশা শাখা থেকে পরিচালিত হবে।
পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত করপোরেট শাখার গ্রাহকদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
Comments