উপকূলের দুস্থ মানুষের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

উপকূলীয় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
ছবি: সংগৃহীত

উপকূলীয় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

আজ সোমবার বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইস ভোলা ইলিশা ঘাট এবং এর সংলগ্ন উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২০০ প্যাকেট ত্রাণ এবং লাহার হাট বেদে পল্লীতে ১৫০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি,  সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়া সম্পর্কিত সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চলাচল সীমাবদ্ধ করতে মজু চৌধুরী ঘাট, ইলিশা ঘাট এবং ভেদুরিয়া ঘাটে সার্বক্ষণিক টহল প্রদান করা হচ্ছে।

করোনা প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

5 killed in Sirajganj road accident

The microbus-autorickshaw collision took place on a local road in Kamarkhand upazila

16m ago