জামালপুরে ৩৮৪ বস্তা সরকারি চাল জব্দ
জামালপুর জেলার ইসলামপুর গুথাইল বাজারের তিন চাল ব্যবসায়ীর গুদাম থেকে গরীবদের জন্য বরাদ্দকৃত ৩৮৪ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৫০ কেজি ওজনের বস্তায় মোট ১৯ দশমিক ২০ টন চাল জব্দ করা হয়েছে। গুথাইল বাজারের এক ব্যবসায়ীর গুদামে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮৫ বস্তায় মোট ৯ দশমিক ২৫ টন চাল উদ্ধার করা হয়। এরপর, ওই বাজারের আরও দুই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ১৯৯ বস্তায় মোট নয় দশমিক ৯৫ টন চাল জব্দ করা হয়।
ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানের সময় তারা পালিয়ে যান বলেও জানান মিজানুর রহমান।
Comments