হবিগঞ্জের ২ ইউনিয়ন লকডাউন
করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ও ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এলাকা লকাডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা রোগী শনাক্ত হওয়ায় দুটি ইউনিয়ন লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন এলাকা দুটি লকডাউন থাকবে।’
গত ১৭ এপ্রিল উপজেলার ১৫ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেলের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল রাতে সেই রিপোর্ট হাতে এসেছে। তাতে তিন জন আক্রান্ত বলে জানা যায়।
Comments