শোয়েবের রসবোধে মুগ্ধ গাভাস্কার
সুনীল গাভাস্কারের সঙ্গে কথার লড়াইয়ে নেমেছেন শোয়েব আকতার। তবে সেই লড়াইয়ে অবশ্য উত্তেজনার ঝাঁজ নেই, আছে একে অপরের প্রতি সম্মান। খোঁচা, খুনসুটির দ্বৈরথ চলার মধ্যে এবার শোয়েবের রসবোধে মজেছেন গাভাস্কার। আর তাকে ভালোবাসা জানানোয় শোয়েব জানিয়েছেন কৃতজ্ঞতা।
ঘটনার সূত্রপাত করেছিলেন শোয়েবই। করোনাভাইরাসের সংকটে তহবিল সংগ্রহের জন্য ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজের প্রস্তাব দিয়েছিলেন তিনি। রাজনৈতিক কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ অনেক দিন থেকেই বন্ধ। শোয়েব মনে করেন দর্শকবিহীন মাঠে এই দুই দল এখন খেললে সেটা হতো আকর্ষীয় প্যাকেজ। যার টিভি সত্ত্বের আয় থেকে অসহায় মানুষকে সাহায্য করা যেত।
পারিপার্শ্বিক সব কারণে দুই দলের সিরিজ আয়োজন যে কতটা অসম্ভব তা বোঝাতে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘লাহোরে তুষারপাত হতে পারে কিন্তু ভারত-পাকিস্তানের সিরিজ একেবারেই নয়।’
গত বছর লাহোরের আবহাওয়ার সূত্র টেনে পালটা টুইট দিয়ে শোয়েব লেখেন, ‘ঠিক আছে সানি ভাই (সুনীলের ডাক নাম), গত বছর লাহোরে তুষারপাত হয়েছিল। তার মানে কোনো কিছুই অসম্ভব নয়।’
শোয়েবের এই উদাহরণ দারুণ ভালো লেগেছে গাভাস্কারের। ভারতের একটি দৈনিকে লেখা কলামে শোয়েবের প্রশংসা করেন তিনি, ‘দারুণ একজন পেস বোলার, যার রসবোধ ভালো, এক কথায় দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে।’
অনলাইনে খুবই সক্রিয় শোয়েব আবার প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি, টুইট দিয়ে আপাতত রাশ টেনেছেন কথা চালাচালির, ‘ভালোবাসাটুকুর জন্য অনেক কৃতজ্ঞতা সানি ভাই, আপনাকে উপমহাদেশের প্রায় সব ক্রিকেটার অনুসরণ করে।’
Comments