নমুনা পরীক্ষার ফলাফল পেতে হয়রানির অভিযোগ
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করাতে দিয়ে ফলাফল পেতে হয়রানিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নমুনা জমা দেওয়ার সপ্তাহ পার হয়ে গেলেও ফলাফল হাতে আসছে না। কবে নাগাদ ফলাফল জানা যাবে— বারবার যোগাযোগ করেও মিলছে না সদুত্তর।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) বলছে, লোকবলের বিপরীতে নমুনার সংখ্যা বেশি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটিতে নমুনা পরীক্ষা করাতে দিয়েছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদকর্মী শারমিন সুমি। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সর্দি-কাশি হওয়ায় ১১ দিন আগে বিআইটিআইডিতে যোগাযোগ করি। তারা দুদিন পরে এসে নমুনা নিয়ে যায়। পরের দিন রিপোর্ট দেওয়ার কথা ছিল। সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু রিপোর্ট হাতে পাইনি। যতবার যোগাযোগ করেছি, বলেছে আগামীকাল দেওয়া হবে। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে এখন আমি প্রায় সুস্থ। তাই আর আগ্রহ দেখাচ্ছি না।’
বিআইটিআইডি’র পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামের ১১টি জেলা থেকে প্রতিদিন ৩ শ নমুনা আসে বিআইটিআইডিতে। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা প্রতিদিন ৪০টি নমুনা পরীক্ষা করতে পারি। এ ছাড়া, বিদ্যুৎ বিভ্রাট আমাদের কাজকে আরও কঠিন করে তুলেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ল্যাব প্রস্তত করা হচ্ছে, তখন এ সংকট আর থাকবে না।’
Comments