গাজীপুরে দুই থানার ৩২ সদস্য করোনা আক্রান্ত, গাছা থানা লকডাউন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার ২৫ সদস্য ও জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাত সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার পুলিশের দুটি দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরে ৩২ পুলিশ সদস্যের করোনা আক্রান্তের প্রতিবেদন পাওয়া গেছে। গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শক (এসআই) প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন। ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), আরও দুই পুলিশ সদস্য এবং থানার বাবুর্চির করোনাভাইরাস শনাক্ত হয়। পরে আইইডিসিআরের একটি মেডিকেল টিম থানার আরো ২৬ জনের নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘থানার একজন উপপরিদর্শক(এসআই) যে ভবনে থাকতেন সেখানে একজনের করোনা শনাক্ত হলে, ভবনের সবার নমুনা পরীক্ষা করা হয়। তাতে ওই এসআইর করোনা পজেটিভ আসে। তার সংষ্পর্শে আসা থানার অন্য সদস্যদের নমুনা পরীক্ষায় আরও চার জনের করোনা শনাক্ত হয়। সবশেষ আজকে পর্যন্ত গাছা থানার ২৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এ ঘটনার পর আশপাশের কয়েকটি ভবনসহ থানা লকডাউন ঘোষণা করা হয়েছে। পার্শ্ববর্তী থানার সহায়তায় থানা কার্যক্রম অব্যাহত আছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার আনোয়ার হোসেন জানান, ‘করোনাভাইরাসে আক্রান্তদের ২৫ সদস্য গাছা থানার। তাদের শরীরে এখনো করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সবাই থানায় আইসোলেশনে আছেন।’

জেলা পুলিশের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, ‘থানার তিন উপপরিদর্শক(এসআই), একজন সহকারী উপপরিদর্শক ও তিন জন কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সংষ্পর্শে আসা অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তবে আক্রান্তদের শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। আক্রান্তরা থানায় আইসোলেশনে আছেন।’

তিনি জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ মোট ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নানা কাজে পুলিশ সদস্যদের হাসপাতালে যাতায়াত, নারায়ণগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পুলিশের চেকপোস্টে দায়িত্বপালন করেন। এতে চিকিৎসকের পরামর্শে পুলিশ সদস্যদের নমুনা পরীক্ষ করা হলে ওই সাত জনের করোনা পজেটিভ আসে। 

 

 

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago