করোনা শনাক্ত করবে কুকুর!
কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে করোনাভাইরাস শনাক্ত করা যেতে পারে। এমনটাই দাবি করছেন যুক্তরাজ্যের মেডিকেল ডিটেকশন ডগস নামের একটি সংস্থা। সংস্থাটি বলছে, করোনা শনাক্তের জন্য কয়েকটি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে ঘণ্টায় প্রায় ৭৫০ জনকে পরীক্ষা করা যাবে।
দ্য বিজনেস ইনসাইডার জানায়, লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন (এলএসএইচটিএম), ডারহাম বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ডিটেকশন ডগস সংস্থা সম্মিলিতভাবে কুকুরের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের সম্ভাবনা অনুসন্ধান করছে।
এলএসএইচটিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুকুরগুলোকে প্রশিক্ষণ দিয়ে অন্যান্য রোগের মতো কোভিড-১৯ রোগীদের শনাক্ত করা যেতে পারে।
লন্ডনের মেডিকেল ডিটেকশনের প্রধান ক্লেয়ার গেস্ট বলেন, ‘করোনা আক্রান্ত রোগীর শরীরের গন্ধের ব্যাপারে কুকুরগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা এখনো জানি না, কোভিড-১৯ এর বিশেষ কোনো গন্ধ আছে কিনা। তবে, শ্বাসতন্ত্রের রোগ সাধারণত মানুষের শরীরের গন্ধে পরিবর্তন করে থাকে। তাই আমরা আশাবাদী।’
এলএসএইচটিএমের প্রধান অধ্যাপক জেমস লোগান জানান, প্রশিক্ষিত কুকুর এর আগে ম্যালেরিয়া, ক্যান্সার, পার্কিনসন্সে আক্রান্ত রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে সফল হয়েছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী ছয় সপ্তাহ কুকুরগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে।’
ডারহাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক স্টিভ লিন্ডসি বলেন, ‘কুকুরগুলোকে করোনা শনাক্তে সফল হলে বিমানবন্দরের মতো জায়গায় একসঙ্গে অনেক মানুষ পরীক্ষার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা যেতে পারে।’
Comments