কৃষি যন্ত্রে হাওরের কৃষকদের জন্য ৭০ শতাংশ ভর্তুকি

উৎপাদন খরচ কমাতে হাওর অঞ্চলে কৃষি যন্ত্র ক্রয়ে সরকার কৃষককে ভর্তুকি দেবে ৭০ শতাংশ। আজ এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় চূড়ান্ত নীতিমালা জারি করেছে। এতে চলতি অর্থবছরে সারাদেশে কৃষি যন্ত্র ক্রয়ে ভর্তুকি দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুকূলে ১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, হাওর ভিন্ন এলাকার কৃষকরা ভর্তুকি পাবে ৫০ শতাংশ।
কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যন্ত্র মূল্য এক লাখ টাকা হলে হাওর এলাকার কৃষক ভর্তুকি বাবদ পাবেন ৭০ হাজার টাকা আর অন্য এলাকায় পাবেন ৫০ হাজার টাকা। আগামী অর্থবছরে আবার এই বরাদ্দ দেওয়া হবে।
হাওর এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট চলছে।
ভর্তুকি সুবিধা নিয়ে কৃষক যন্ত্র-নির্ভর হলে ধান কাটা মাড়াই এর খরচ কমা ছাড়াও উৎপাদিত ফসল দ্রুত ঘরে তুলতে পারবে বলে ওই কর্মকর্তা মনে করেন।
এ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাবদ আট হাজার কোটি টাকা রাখা হয়েছে। এই অর্থ থেকে ১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় বলেছে, আগামী ৩০ জুনের মধ্যে যে অর্থ ব্যয় করা যাবে না তা সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হবে।
অর্থ মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা বলেন, আগামী অর্থবছরে কৃষি খাতে ভর্তুকি বাবদ বড় বরাদ্দ রাখা হবে। কোভিড-১৯ পরবর্তী চাপ সামলাতে কৃষির ওপর জোর দেওয়া হবে বলে তিনি জানান।
Comments