দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় সম্পাদক পরিষদের গভীর উদ্বেগ
করোনাভাইরাস পরিস্থিতিতে ওএমএসের চাল চুরির ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে দুটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকার দলীয় নেতার মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠনটি বলেছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কোনো ধরনের প্রতিবাদলিপি না দিয়ে, যে প্রেস কাউন্সিলের এ ধরনের বিষয় নিয়ে কাজ করার কথা সেখানে কোনো অভিযোগ না জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইনে ওই মামলা করা হয়েছে।’
সম্পাদক পরিষদের পক্ষে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম স্বাক্ষরিত বিবৃতিটিতে আরও বলা হয়, ‘করোনাভাইসের মহামারি মোকাবিলায় সরকারের পাশাপাশি গণমাধ্যম যখন শত প্রতিকূলতার মধ্যেও দিনরাত কাজ করে যাচ্ছে, তখন এই ধরনের হয়রানি ও ভয় দেখানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক।’
গণমাধ্যমের কণ্ঠরোধ করার এমন কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে সম্পাদকদ্বয়ের বিরুদ্ধে হওয়া মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
Comments